মঠবাড়িয়ায় স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG-20230806-WA0002-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নাগরিকদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের সভাকক্ষে স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং পিরোজপুর – ৩ আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন,জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ সদস্য মোঃ আজিমুল হক প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হোসেন জানান,মঠবাড়িয়া উপজেলার নাগরিকদের মাঝে আজকের থেকে স্মার্ট কার্ড বিতরন শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১১টি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্ড বিতরন করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন