মাগুরার মহম্মদপুরে নৌকাবাইচ প্রতিযোগিতা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/magura-nowka-bice-pic-.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা বাজার সংলগ্ন মধুমতি নদীতে শনিবার বিকালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার-এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. আলী আকবর, জেলা পুলিশ সুপার খাঁন মোঃ রেজোয়ান, মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন,৭নং পলাশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম প্রমূখ।
আলাউদ্দীন মাহমুদের সার্বিক সহযোগিতায় এ বাইচে অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা ৭ টি নৌকা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন