মাগুরার মহম্মদপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/04/28-04-2019.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি মাগুরার মহম্মদপুরে ২ মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক হয়েছে। রবিবার দুপুরে মহম্মদপুর উপজেলার নাওপাড়া ঘাট এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আসাদুজ্জামান শেখ (৪৮) কে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ। আসাদুজ্জামান শেখ বিনোদপুর ইউনিয়নের নারানপুর এলাকার মৃত শামছুল শেখের ছেলে।
মহম্মদপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার জানায়, যৌতুক নিরোধ আইন ও দেনমোহর সংক্রান্ত আইনের দুইটি মামলার একটিতে দুই বছরের সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড এবং আরেকটিতে তিন মাসের সশ্রম কারাদন্ড । সাজাপ্রাপ্ত আসামী আসাদুজ্জামান দির্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মহম্মদপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী আসাদুজ্জামানকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন