মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/Magura-Pic-06.11.18.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার উপজেলা আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজনে সহকারি কমিশনার (ভুমি) শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোল্লা আমজাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট মোঃ সেফাউল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ও কাজলী আনসার ও ভিডিপি ক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা ফয়জুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমান্ডার মোঃ রোকনউদ্দিন।
শালিখা উপজেলা প্রশিক্ষক আনিসুর রহমান ও শ্রীপুর উপজেলা প্রশিক্ষক মমতাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমলসার ইউনিয়ন কমান্ডার আফরোজা বিলকিস।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২২ জন আনসার ও ভিডিপি সদস্যকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন