মাগুরায় অটো চালকদের কর্ম বিরতী-মানববন্ধন-সমাবেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/Magura-Pic-01.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : সড়কে চলাচলকালে বাস মালিক সামিতি ও প্রশাসনের নামধারী কিছু ব্যাক্তিদের অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা জেলা অটো চালক কল্যান সমিতর সদস্যরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা সদর উপজেলার ধলহরা স্কুলের সামনে এ মানবন্ধ ও সমাবেশ করে।
মানবন্ধন চলাকালে অনুষ্টিত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন- সোহরাব হোসেন, মিজানুর রহমান, রেজাউল ইসলাম, কাশেম মোল্লা প্রমুখ।
বক্তরা-বলেন, তারা মাগুরা- নড়াইল সড়কের শত্রæজিৎপুর, মাগুরা-মহম্মদপুর সড়কের বিনোদপুরসহ বিভিন্ন সড়কে ব্যাটারী চালিত অটো রিক্সা চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু বাস মালিক সমিতি ও প্রশাসনের কিছু নামধারী ব্যক্তি ও তাদের দালালেরা তাদের উপর মাধরসহ নানা ধরনের অত্যার চালিয়ে আসছে। তারা চাবি কেড়ে নিয়ে ইজিবাইক বা আটো গাড়ী ছিনিয়ে পর্যন্ত নিচ্ছে। প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে অভিযোগ করেও কোন ফল পাওয়া য়ায়নি। যে কারনে তারা কর্ম বিরতী পালন করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন