মাগুরায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল হিসেবে আন্তজার্তিক স্বীকৃতি ও মহান স্বাধিনতা দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও পৌর মেয়রের পক্ষ থেকে শহরের নোমানী ময়দানে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক,মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান ও পৌরসভার কাউন্সিলগণ উপস্থিত ছিলেন। এ খেলায় মাগুরা সদরের নালিয়ারডাঙ্গা, শ্রীপুরের গয়েশপুর,পার্শ^বতী জেলা নড়াইল, ঝিনাইদহ জেলার ১৫টি লাঠিয়াল দল অংশ নেয় । ঐতিহ্যবাহী এ খেলা দেখতে প্রচুর দর্শক সমাগম ঘটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন