মাগুরায় জাটকা ইলিশ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি ; মাগুরায় জাটকা ইলিশ বিক্রির অভিযোগে ৩ মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে ।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
শ্রীপুর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রবিবার সন্ধ্যায় লাঙ্গলবাঁধ বাজারে অভিযান চালায়। এ সময় জাটকা ইলিশ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী আশুতোষ বিশ্বাসকে ৫ হাজার টাকা, সঞ্জয় সরকারকে ২ হাজার টাকা ও মসিয়ার রহমানকে ৫’শ টাকা জরিমানা করা হয়। তাদের কাছ থেকে আটককৃত মাছ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে লাঙ্গলবাঁধ ও ছাবিনগর হাফিজিয়া এতিমখানায় বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন