মাগুরায় ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন
মাগুরায় ১৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত ২৫ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের উদ্বোধন করেন।
মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামে এ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, এলজিইডির নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম, জেলার সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আশাদুল ইসলাম, জমিদাতা সাইদ রেজা তরুণ, মুন্সী রেজাউল হক প্রমুখ।
প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর জানান, মাগুরায় ডায়াবেটিক হাসপাতাল না থাকায় মাগুরার রোগীদের পাশের জেলাগুলোতে যেতে হতো। যেটা ডায়াবেটিক রোগীদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। এখন থেকে মাগুরাসহ পার্শবর্তী জেলার মানুষও এখানে চিকিৎসা নিতে পারবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন