মাগুরায় নকলে সহযোগিতা করায় ১১ শিক্ষককে অব্যাহতি ও নকল করায় ৭ শিক্ষার্থীকে বহিষ্কার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পরীক্ষায় নকলে সহযোগিতা করায় ১১ শিক্ষককে অব্যাহতি ও নকল করায় ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার জুনিয়র দাখিল সার্টিফিকেট পরিক্ষা চলা কালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বড়রিয়া এ ডব্লিউ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ অব্যহতি ও বহিস্কার করা হয়।
ওই মাদ্রাসা কেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে কৃষি শিক্ষা পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বড়রিয়া এ ডব্লিউ ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব শরীফ মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় নকলে সহায়তার কারণে ১১ শিক্ষককে অব্যাহতির ও নকল করায় ৭ শিক্ষার্থীকে বহিষ্কারে নির্দেশ দেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন