মাগুরায় পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাগুরা প্রতিনিধি : মাগুরায় পুকুরের পানিতে পড়ে মুসা (৫) ও হাফিজুর (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মাগুরা মহম্মদপুর উপজেলার চাকুলিয়া গ্রামে । নিহত মুসা মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চাকুলিয়া গ্রামের হাবিবুল্লাহ মোল্ল্যার পুত্র ও হাফিজুর একই গ্রামের হাসেম মোল্ল্যার পুত্র । জানা যায় বুধবার বিকালে শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে মারা যায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তরীকুল ইসলাম জানান, বুধবার বিকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে শিশু দুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন