মাগুরায় বজ্রপাতে ৪ কৃষক নিহত, শিশুসহ আহত ৩
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মঙ্গলবার দুপুরে বজ্রপাতে ৪ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার আঠারোখাদা এলাকার রূপদহর মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন আঠারোখাদা গ্রামের আঞ্জু মোল্যার ছেলে রহমত মোল্যা(৪৫), একই গ্রামের ইদ্রিস মোল্যার ছেলে মন্নু মোল্যা (২৬), হোসেন মোল্যার ছেলে ছামিন মোল্যা (৩০) ও সদরের কাশিনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আকরাম হোসেন (৩১)। নিহতরা সবাই কৃষি শ্রমিক হিসাবে কাজ করছিল। প্রায় একই সময় বজ্রপতে সদরের রূপাটি গ্রামের জেলেখা বেগম (৩৫), শ্রীমন্তপুর গ্রামের আম্বিয়া (১৪) ও মহম্মদপুরের দিঘা ইউনিয়নের নাগড়া গ্রামের ইউসুফ (৪) নামে তিনজন আহত হন। তাদেরকে মাগুরা ২৫০ শয্রা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস সুত্রে জানান, আড়াইটার দিকে ওই ৪ জন কৃষক বৃষ্টির মধ্যে পাট ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা মাগুরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে আসে।
মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান সদর হাসপাতালে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা দেয়ার ঘোষনা দেন। তাৎক্ষনিকভাবে পরিবার প্রতি ১০ হাজার টাকা করে তুলে দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন