মাগুরায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ১০ শতাংশ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট্রের জন্য কর্তনের প্রতিবাদে মাগুরায় মঙ্গলবার মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা শিক্ষক সমিতি মাগুরা প্রেসক্লাবের সমানে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে একই স্থানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা শিক্ষক সমিতির সভাপতি বাহারুল ইসলাম, শিক্ষক নেতা সামছুজ্জামান, আক্তারুজ্জামান, আমিনুল ইসলাম, রতন আলী খান, আবুল হোসেন, হারুনার রশিদ প্রমুখ।
সমাবেশ শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন