মাগুরায় যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : “শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় যথাযথ মর্যাদায় মে দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার এ উপলক্ষে জেলা প্রশাসকের নের্তৃত্বে শহরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মাগুরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি, ট্রাক ও টাংক কভার্ড শ্রমিক সমিতি, ইমারত নির্মান শ্রমিক সমিতি, মাইক্রোবাস মালিক সমিতি, ইজিবাইক মালিক সমিতি ,দর্জি শ্রমিক সমিতি,ব্যাটারী চালিত রিক্সা শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সমিতি অংশ নেয়।
র্যালী শেষে মাগুরা কালেক্টরেট চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হকের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান, সাধারণ সম্পাদক বাবু মিয়া ওজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাসেম মোল্যা, সাধারণ সম্পাদক মকবুল ইসলাম মাকুল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান স্বপন, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন