মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১ ভারতীয় নাগরিকের মৃত্যু, আহত ৪
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/IMG_20171217_075246-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ রবিবার সড়ক দুর্ঘটনায় ইসলাম (৩২) নামে ১ভারতী নাগরিক নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের ভিটাসাইর হাইওয়ে রেস্তরার কাছে ভোর ৬টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় মাইক্রোবাসে থাকা আরো ৪ জন আহত হয়। আহতরা হল ঢকা ডেমরার আব্দুর রশিদ এর ছেলে ফয়সাল (৪০), ভারতের মুম্বাই শহরের হোসেনের ছেলে আলতাফ(৪৫), দারভাঙ্গা বিহার ভারতের মোঃ শামসের এর ছেলে রহমত(৩৫), দারভাঙ্গা বিহার ভারতের মোঃ হশিম এর ছেলে রাজা (২৬)।
প্রত্যেকদর্শী মাইক্রোবাসের যাত্রী ওয়াদুদ বলেন, ভোর রাতে আমরা ঢাকায় ওয়াশ মেশিনের অর্ডার দিয়ে ভারতে যাচ্ছিলাম ভোর ৬ টার দিকে ভিটাশাইর এলাকায় হাইওয়ে রেস্তার সামনে আমাদের হাইএক্স মাক্রোবাসটি (ঢাকা মেট্র ট ১৫৭০৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ।
এসময় গুরুত্বর আহত সবাইকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে ইসলাম নামে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়।
মাগুরা সদর থানার এস আই মিরাজু ইসলাম বলেন, এই ভারতীয় নাগরীকরা ব্যবসায়ীক কাজ শেষে ভারতে যাচ্ছিলেন পথি মধ্যে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্য হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন