মাদারীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/03/54ey-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর প্রতিনিধি : ‘মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে আজ রবিবার সকাল ১০টার সময়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসনে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুরের পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ ও পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মাদারীপুরের পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান খান।
শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ। মেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের স্টল রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন