ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলায় হরিনাম সংকীর্তন
ময়মনসিংহের গৌরীপুরে ৮ নং ডৌহাখলা ইউনিয়নের শিংজানি (অকপালীপাড়া) সার্বজনীন দুর্গা মন্দিরে আগামী শনিবার ১৯ ফাল্গুন ১৪২৯ বাংলা (৪ মার্চ) ২০২৩ ইং অষ্ট প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহাযজ্ঞানুষ্ঠান এবং মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ করা হবে।
সোমবার ২১ ফাল্গুন ১৪২৯ বাংলা ( ৬ মার্চ )২০২৩ইং নগর পরিক্রমা, মহাপ্রভুর ভোগরাগ এবং মহন্ত বিদায়।
উক্ত হরিনাম সংকীর্তনে নামসুধা পরিবেশনায় থাকবে:
গৌড় হরি সম্প্রদায়- কপালী পাড়া, সংগীতা সম্প্রদায় -গোপালগঞ্জ, মধুসূদন সম্প্রদায় – শেরপুর, ব্রজ গোপাল সম্প্রদায়- নেত্রকোনা কৃষ্ণ সম্প্রদায় – শম্ভুগঞ্জ, রাধাকৃষ্ণ সম্প্রদায় – রামগোপালপুর ।
ভাগবত পাঠ ও পৌরহিত্য করবেন শ্রী রামতোষ গোস্বামী ( কালটিয়া, বাগান বাড়ী, কিশোরগঞ্জ )
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন তরুন সমাজ সেবক গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ।
বিশেষ অতিথিবৃন্দ গৌরীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বাবু রতন সরকার, ডৌহাখলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম,এ কাইয়ূম, ডৌহাখোলা সনাতন সেবা সংঘের সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার হোমরায় । এতে, সার্বিক সহযোগিতায় থাকবেন ডাঃ হারাধন ভৌমিক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন