ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলায় হরিনাম সংকীর্তন

ময়মনসিংহের গৌরীপুরে ৮ নং ডৌহাখলা ইউনিয়নের শিংজানি (অকপালীপাড়া) সার্বজনীন দুর্গা মন্দিরে আগামী শনিবার ১৯ ফাল্গুন ১৪২৯ বাংলা (৪ মার্চ) ২০২৩ ইং অষ্ট প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহাযজ্ঞানুষ্ঠান এবং মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ করা হবে।

সোমবার ২১ ফাল্গুন ১৪২৯ বাংলা ( ৬ মার্চ )২০২৩ইং নগর পরিক্রমা, মহাপ্রভুর ভোগরাগ এবং মহন্ত বিদায়।

উক্ত হরিনাম সংকীর্তনে নামসুধা পরিবেশনায় থাকবে:
গৌড় হরি সম্প্রদায়- কপালী পাড়া, সংগীতা সম্প্রদায় -গোপালগঞ্জ, মধুসূদন সম্প্রদায় – শেরপুর, ব্রজ গোপাল সম্প্রদায়- নেত্রকোনা কৃষ্ণ সম্প্রদায় – শম্ভুগঞ্জ, রাধাকৃষ্ণ সম্প্রদায় – রামগোপালপুর ।

ভাগবত পাঠ ও পৌরহিত্য করবেন শ্রী রামতোষ গোস্বামী ( কালটিয়া, বাগান বাড়ী, কিশোরগঞ্জ )
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন তরুন সমাজ সেবক গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ।

বিশেষ অতিথিবৃন্দ গৌরীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বাবু রতন সরকার, ডৌহাখলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম,এ কাইয়ূম, ডৌহাখোলা সনাতন সেবা সংঘের সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার হোমরায় । এতে, সার্বিক সহযোগিতায় থাকবেন ডাঃ হারাধন ভৌমিক।