ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা নিহত হয়েছে।
আহত হয়েছে ১ জন। জানা যায়, ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিষয়ের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে পাঠানবাড়ির নুরুল ইসলাম (৬০) নামে একজন নিহত হয়েছেন। নিহতের ছেলে মারুফ পাঠান (৩০) আহত হয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে বাড়ি সংলগ্ন নিজের জমিতে কৃষক নূুরুল ইসলাম ছাগলের জন্য খুটি স্থাপন করতে গেলে চাচা আজমান আলী পাঠান গংরা বাঁধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির সময় নুরুল ইসলাম পাঠানকে কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে আজমান আলীরা। স্বজনরা চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক নূরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে ফুলপুর থানার পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন