যথাযথ মর্যাদায় মাগুরায় মহান বিজয় দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি ; মাগুরায় শনিবার যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা হয়। সকাল ৭ টাই শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন। এরপর বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সকাল সাড়ে আটটায় পুলিশ, আনসার, ভিডিপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শির্ক্ষাথীরা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশনী করে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান ,পুলিশ সুপার মো: মুনিবুর রহমানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। জেলা প্রশাসন মাগুরা এ দিবসের আয়োজন করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন