যশোরের ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন বলেছেন, “মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান একমাত্র আ.লীগ সরকার দিয়েছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বৃদ্ধি করেছে, জমিসহ ঘর নির্মান করে দেয়াসহ নানাবিধ সুবিধা দিচ্ছে এবং তা অব্যাহত থাকবে”।
রবিবার দুপুর ১২ টায় ঝিকরগাছা উপজেলা পরিষদের মুক্তমঞ্চে স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের দেয়া সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার ওসি সুমন ভক্ত সহ অনেকে।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও সংসদ সদস্যের পৃষ্টপোষকতায় যুদ্ধাহত সহ ১৪৩ জন বীর মুক্তিযোদ্ধাকে শীতের চাদর উপহার দেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















