যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি নাসির উদ্দিন
যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় (নৌকা মার্কার) মনোনয়ন পেয়েছেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী নাসির উদ্দিন।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় বোর্ডের যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা হয়।
সভায় বেনাপোলসহ দেশের ৯টি পৌরসভার মেয়র পদে ও ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়।
বেনাপোল পৌরসভায় মনোনয়ন পেয়েছেন বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী নাসির উদ্দিন।
বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ৬ নেতা। এরমধ্যে নাসিরকে নৌকার মাঝি করা হয়েছে।
আগামী ১৭ জুলাই পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে গণভবনে মিটিং ছিল শুক্রবার রাতে। মিটিং শেষে দলের প্রার্থী চূড়ান্ত’র বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের।
২০১১ সালের ১৩ জানুয়ারী বেনাপোলে প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে পৌর মেয়র নির্বাচিত হয়েছিলেন বর্তমান জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন। ২০১৫ সালের ১৩ জানুয়ারী ওই পরিষদের মেয়াদ শেষ হলেও আর নির্বাচন হয়নি।
প্রথম শ্রেণির এ পৌরসভায় সীমানা জটিলতা নিয়ে মামলার কারণে নির্বাচন আটকে যায়। ২০২২ সালের ২৭ এপ্রিল স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন