বগুড়ার শিবগঞ্জে সমিতির ছাগল পেল ২০টি অসহায় পরিবার

দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় শিবগঞ্জ উপজেলার ২০টি অসচ্ছল গরিব ও দুস্থ পরিবারের মাঝে (ব্ল্যাক বেঙ্গল) ছাগল (ছাগি) বিতরণ করা হয়েছে।

১১ জুন শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি ঢাকা ও সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ) এর উদ্যোগে ছাগল বিতরণ করা হয়।

সমিতির সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতায় এই ২০টি ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এজেড এম মাইদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আব্দুল আলিম, ডাঃ এম এ এইচ শামিম, আব্দুল খালেক (উপ—সহকারী প্রাণী কর্মকর্তা,শিবগঞ্জ) প্রফেসর আব্দুল বারী, আশরাফুল হক ডনি, আয়েনুল ইসলাম রুবেল, আজিজুল হক রনি, হারুনর রশিদ, আবু তাহের, আলআমিন, আশিক ইসলাম, আব্দুল আজিজ প্রমূখ।

প্রসঙ্গতঃ এই সমিতি শিবগঞ্জে নানা ধরণের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তার মধ্যে শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণ, শিক্ষাবৃত্তি, মিলন—মেলাসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম।