রংপুরে আতরের ঘ্রাণ শুঁকে ৫ ছাত্রী হাসপাতালে
রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির পরীক্ষা চলাকালে সুগন্ধির (আতর) ঘ্রাণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ ছাত্রী। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জালাল উদ্দিন আকবর।
তিনি বলেন, ষষ্ঠ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা চলাকালে এক ছাত্র তার বন্ধুকে আতরজাতীয় এক ধরনের সুগন্ধি দেয়। এর ঘ্রাণ শুঁকে ওই ছাত্র অসুস্থ না হলেও পাঁচ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসকের পরামর্শে তাদের রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে অধ্যক্ষ আরও বলেন, সবাই শঙ্কামুক্ত। তবে একজনের আগে থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় সে বেশি অসুস্থ হয়ে পড়ে। এ কারণে তাকে তাৎক্ষণিক আইসিইউতে নেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক বিষয়টি মনিটরিং করছি।
এ বিষয়ে বেলাল আহমেদ নামে একজন অভিভাবক বলেন, আমার মেয়ের শ্বাসকষ্ট বাড়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন মেয়ের জন্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন