রংপুরে বরযাত্রী বাস পুকুরে, আহত ২০
রংপুরের পীরগাছায় বিয়ে শেষে বরযাত্রী নিয়ে ফেরার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ২০জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের তাজ তালুক মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রী ও স্থানীয়রা জানায়, রংপুর নগরীর সাতমাথা শনিবাড়ী এলাকার আলী হোসেনের ছেলে বাদল মিয়া পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়ার চর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রাফিয়া খাতুনকে বিয়ে করে প্রায় ৪০-৪৫জন বরযাত্রী নিয়ে একটি বাসে ফিরছিলেন। পথে রাত ১০টার দিকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজ তালুক মন্ডলপাড়া এলাকায় বাসটি পৌঁছে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে রংপুর ও পীরগাছা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটসহ ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার খুরশীদ আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসেরক কর্মীরা ঘটনাস্থলে আহত নারী ও শিশুসহ ১৫জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন