রংপুরের পীরগঞ্জের সকল গীর্জায় শোক দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/Pirgonj-photo-17.08.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুরের পীরগঞ্জের খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থণালয় সকল গীর্জায় জাতীয় শোক দিবস পালিত হযেছে।
১৫ আগষ্ট উপলক্ষে প্রথমবারের মতো একসাথে খালিশা মিশন ক্যাথোলিক চার্চ, অনন্তরামপুর এসডিএ চার্চ, পাঁচগাছী ক্যাথোলিক চার্চ, আমোদপুর ক্যাথোলিক চার্চ, ছাতুয়া ব্যাপ্টিষ্ট চার্চ, বিরামপুর ব্যাপ্টিষ্ট চার্চসহ উপজেলার ৩২টি গীর্জায় জাতীয শোক দিবস পালন করা হয়।
পীরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীমের সহযোগিতায় গীর্জাগুলোতে এক সাথে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি গ্রহন করা হয়েছিল।
এ প্রসঙ্গে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি লিটন মার্ক লাকড়া ও সাধারণ সম্পাদক জুয়েল তিরকি জানান, ইতিপুর্বে বিছিন্ন ভাবে কয়েকটি গীর্জায় শোক দিবস পালিত হলেও প্রথমবার সকল গীর্জায় বিশেষ প্রার্থনা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন