শালিখা উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/ew4t.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার শালিখা উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন।
আজ রবিবার সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মিলন কক্ষে ভিডিও কনফারেন্সে যোগদেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী এড. বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, সংরক্ষিত আসনের এমপি কামরুল লায়লা জলি, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরা জেলা প্রশাসক ও তরুণ উদ্যোক্তা বাবুল আখতারের সাথে কথা বলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন