শ্রীবরদী ঝিনাইগাতীর এমপি হলেন এ.ডি.এম শহিদুল ইসলাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য (এমপি) হলেন শ্রীবরদী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.ডি.এম শহিদুল ইসলাম। ৭ই জানুয়ারি রাতে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণায় বিজয়ী হন তিনি।
এ আসনে মোট ১২৬টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম পেয়েছেন ৪৪ হাজার ৭২৮ ভোট।
এছাড়াও লাঙ্গল প্রতীকের মো. সিরাজুল ইসলাম ৪৩৯, গামছা প্রতীকের প্রার্থী মো. সুন্দর আলী ১৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী কেটলি ঈগল প্রতীকে মো. মিজানুর রহমান ৫২৭ ভোট, মো. ইকবাল আহসান ঈগল প্রতীকে ২ হাজার ৫৮০ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৪০০ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন