সাতক্ষীরার কলারোয়ায় পরিত্যক্ত অবস্থায় ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার
সাতক্ষীরার কলারোয়ায় পরিত্যক্ত অবস্থায় ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জসিম উদ্দীন, এসআই ইসমাইল হোসেন, এএসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে চন্দনপুরের হিজলদী তালপুকুর এলাকা থেকে ওই ফেনসিডিল উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা জানান, এ বিষয়ে ফেনসিডিল উদ্ধার ঘটনায় কলারোয়া থানায় একটি জিডি হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন