৭০ বছর লাইসেন্স ছাড়া, পুলিশও ধরেনি কোনোদিন!

রাস্তায় লাইন্সেবিহীন গাড়ি বা যে কোনো বাহন নিয়ে নামলে সব সময় একটা ভয় কাজ করে। কখন পুলিশ ধরে, জরিমানা করে এ সব নিয়ে।

পুলিশের চোখ ফাঁকি দিয়ে কয়েকদিন হয়ত বেঁচে থাকা যায়। কিন্তু এরপর কোনো না কোনো সময় ঠিকই ধরা পড়তে হয়।

তবে ব্যতিক্রম ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ারের ৮০ বছরের এক বৃদ্ধের ক্ষেত্রে।

তিনি প্রায় ৭০ বছর ধরে গাড়ি চালাচ্ছেন কোনো লাইসেন্স ছাড়া। কিন্তু কখনো তাকে পুলিশ রাস্তায় আটকায়নি। জরিমানা করার বিষয়টি তো দূরের কথা।

নটিংহ্যামশায়ারের বুলওয়েল পুলিশ জানায়, পুলিশের টহলরত একটি দল ওই বৃদ্ধের গাড়ি আটকায়।

ওই ব্যক্তি পুলিশকে জানান, ১৯৩৮ সালে জন্ম নেন তিনি। নিজের ১২ বছর বয়স থেকেই গাড়ি চালাচ্ছেন। এ দীর্ঘ সময়ে তাকে পুলিশ কখনো আটকায়নি। তাই লাইসেন্সের প্রয়োজন মনে করেননি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭০ বছর ধরে ওই বৃদ্ধ গাড়ি চালালেও কখনো তিনি দুর্ঘটনার শিকার হননি।

সূত্র: বিবিসি