সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোকবর্তিকা’র পাঠাশালা ও পাঠাগার উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/Shahzadpur-News-pic-14-03-2022.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকা’র পাঠশালা ও পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
কেবল সার্টিফিকেট অর্জনের উদ্দেশ্যে নয়, মানবিক ও নৈতিক শিক্ষা সম্পন্ন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকা’র প্রতিষ্ঠাতা শিক্ষিকা সুমনা আক্তার শিমু এবং আলোকবর্তিকার আলোকচ্ছটাদের উদ্যোগে সোমবার দুপুরে এ পাঠশালা ও পাঠাগারের উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা।
এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান সহ শিক্ষক, সাংবাদিক, ছাত্র/ছাত্রী ও সুধীবৃন্দ।
এসময় আলোকবর্তিকার আলোকবর্তিকা’র প্রতিষ্ঠাতা সুমনা আক্তার শিমু সংগঠনটির অতিতে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক কর্মকান্ড তুলে ধরে বলেন, কেবল সার্টিফিকেট অর্জনের উদ্দেশ্যে নয়, মানবিক ও নৈতিক শিক্ষা সম্পন্ন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলোকবর্তিকার আলোকচ্ছটারা একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত থাকায় নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আশা করি।
এদিন আলোকবর্তিকার উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত থাকায় ৫০ জনকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন