সিলেটে বাম নেতাদের মুচলেকায় মুক্তি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/Nata.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেটে বুধবার (২৪ মার্চ) নগরীর চৌহাট্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ চালাকালে পুলিশের সাথে বাম জোট নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
তখন পুলিশ আটক করে বাম জোটের নেতাকর্মী উজ্বল রায় (৪৫), রেজাউর রহমান রানা (৩৩), সঞ্জয় কান্ত দাস (৩১), ফাহিম আহমদ চৌধুরী (২৯),সাদিয়া নওশিন তাসনিম (২৬), মনীষা ওয়াহিদ (২১) ও মিজু আহমদ (১৬) কে। পরে বুধবার রাত অনুমান সাড়ে ৯ টায় তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে মুক্তি দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ওসি আবু ফরহাদ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন