সুনামগঞ্জে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে সচেতনতামুলক ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কার্যক্রম’ এর উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কার্যক্রম প্রকল্পের আওতায় এই সচেতনমূলক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ইকিউএমএস কনসাল্টিং লি. ও বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর সহযোগিতায় ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কার্যক্রম’ প্রকল্পের আওতায় সচেতনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশানক মো: জাহাঙ্গীর হোসেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ, মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, সুমন মিয়া সহ সুনামগঞ্জ জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন