সুনামগঞ্জে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে সচেতনতামুলক ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কার্যক্রম’ এর উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কার্যক্রম প্রকল্পের আওতায় এই সচেতনমূলক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ইকিউএমএস কনসাল্টিং লি. ও বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর সহযোগিতায় ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কার্যক্রম’ প্রকল্পের আওতায় সচেতনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশানক মো: জাহাঙ্গীর হোসেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ, মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, সুমন মিয়া সহ সুনামগঞ্জ জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।