কেন পাকিস্তান থেকে সরাসরি ভারতে এলেন না সৌদি যুবরাজ?

ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস খবর দিয়েছে, পাকিস্তান সফর শেষ করে দেশে ফিরে গিয়েছিলেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সরাসরি তিনি ভারতে যাননি। ওই সংবাদমাধ্যম জানিয়েছে, কাশ্মির ইস্যু এবং সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে উপলব্ধি জোরালো করতে তিনি দেশে ফিরেছিলেন। পরে সেখান থেকে তিনি দিল্লিতে আসেন। তবে তার দেশে ফিরে যাওয়া সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।

দক্ষিণ এশিয়া ও চীন সফরে যুবরাজ মোহাম্মদ এখন দক্ষিণ এশিয়া সফর করছেন। ইতোমধ্যেই পাকিস্তান সফল সফর শেষ করেছেন তিনি। যুবরাজের ভারত সফরের আগে সোমবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবের বলেছেন তাদের উদ্দেশ্য হলো, দুই দেশ, দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা প্রশমন এবং শান্তির পথে তাদের মধ্যে বিদ্যমান মতপার্থক্য সমাধানের সম্ভাব্য পথ খুঁজে দেখা।

গত সপ্তাহে ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় দেশটির আধা-সামরিক পুলিশের ৪৪ জওয়ান নিহত হওয়ার পর দিলি-ইসলামাবাদের মধ্যে বৈরিতা নতুন করে বেড়ে গেছে। পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। তবে এই হামলার ব্যাপারে হাত থাকার ভারতের অভিযোগ পাকিস্তান প্রত্যাখান করেছে। এর প্রতিক্রিয়ায় প্রতিবেশী পাকিস্তানকে কূটনৈতিকভাবে ‘একঘরে’ করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানকে দেয়া ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের’ মর্যাদা প্রত্যাহার করে পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত।

ভারত-পাকিস্তান উভয়েই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরের পুরো ভূখণ্ডের মালিকানা দাবি করে আসছে কিন্তু এর একটি অংশই শুধু নিয়ন্ত্রণ করছে। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। কাশ্মিরি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুয়ায়ী গণভোটের মাধ্যমে পাকিস্তান বা ভারতের সাথে যোগ দেয়ার আত্মনিয়ন্ত্রণ অধিকার দাবি করে আসছে। কিন্তু ভারত এই প্রস্তাব মানতে নারাজ।