চীনে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

চীনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় ভোর ছয়টা ৩৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। এটির উৎপত্তিস্থল ভারতের অরুণাচল সীমান্ত ঘেষা চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বায়ত্তশাসিত তিব্বতের নিয়াংছিতে। ভূমিকম্পের ফলে ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে বলে খবর দিয়েছে এনডিটিভি।
.
বার্তা সংস্থা সিনহুয়া খবর দিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। প্রথমবার ৬.৯ মাত্রার ভূমিকম্পের পর সকাল আটটা ৩১ মিনিটের দিকে একই এলাকায় ৫ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। দ্বিতীয়টির গভীরতা ছিল ৬ কিলোমিটার।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

গত ১২ নভেম্বর ইরানে ৭.৩ মাত্রা ভূমিকম্পে অন্তত ৬ শতাধিক প্রাণহানি ঘটেছে। ইরান-ইরাক সীমান্তে ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত সুলায়মানিয়ায় এটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ৩৩ দশমিক ৯ কিলোমিটার।