ঢাকা-১৫ আসনে বৈধতা পেয়েছেন জামায়াতের ডা. শফিকুর রহমান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ভোটের মাঠে লড়ার বৈধতা পেয়েছেন নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

রোববার সকাল থেকে ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের এ কার্যক্রম চলছে।

রিটার্নিং কর্মকর্তার কাযালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা-১৫ আসনে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৩ জনেরটা বাতিল করে ১৩টি মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ও ১৬৪টি মামলা নিয়ে বৈধতা পেয়েছেন বিএনপির প্রার্থী মামুন হাসান। বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, জাতীয় পার্টির আব্দুল মান্নান মিয়া, শামসুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আহমেদ সাজিদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির শামসুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের এইচ এম গোলাম কায়সার, বাংলাদেশ জাতীয় পার্টির সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হেমায়েত উল্লাহ, প্রগতিশীল ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)শামসুল আলম পিডিপি, বিএনএফের এসএম ইসলাম।

ঋণ খেলাপির অভিযোগ জাতীয় পার্টির মো. মুকুল আমিন ও ভোটারের ভুয়া স্বাক্ষরের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মো. সলিমুদ্দিন, আব্দুর রহিমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।