বাগেরহাটের শরণখোলায় গাছচাপা পড়ে মুয়াজ্জিনের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় গাছচাপা পড়ে আব্দুস ছালাম মৃধা (৫৭) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাউথখালী
ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের পশ্চিম চালিতাবুনিয়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিবেশী কলেজ শিক্ষক নজরুল ইসলাম আকন জানান, আব্দুস ছালাম মৃধা তাদের বাড়ির সামনের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। নিজের বাড়ির বসতঘর মেরামতের জন্য গাছ কেটে তা চেরাই করতে করাত কলে নিচ্ছিলেন। গাছগুলো নছিমনে তোলার সময় প্রায় ১০ ফুট লম্বা একটি গাছ নছিমন থেকে গড়িয়ে পড়ে যায়। সেই গাছে নিচে চাপা পড়ে ঘটনাস্থইে মারা যান ছালাম মৃধা।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর খলিফা জানান, তার ওয়ার্ডের মৃত ইসাহাক মৃধার ছেলে আব্দুস ছালাম মৃধা একজন সহজসরল মানুষ ছিলেন। নিজের কাজ করতে
গিয়েই মারা গেছেন তিনি। তার মৃত্যু নিয়ে পরিবার, আত্মীয়স্বজন বা প্রতিবেশী কারো কোনো অভিযোগ নেই। তার স্ত্রীসহ তিন ছলে ও এক মেয়ে
রয়েছে।