নিজ গুলিতেই মৃত্যু হলো পেরুর সাবেক প্রেসিডেন্ট

নিজ গুলিতেই অবশেষে মৃত্যু হলো পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়ার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা।

এর আগে পুলিশি গ্রেপ্তার এড়াতে নিজের মাথায় গুলি করেন অ্যালান গার্সিয়া। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এসময় হাসপাতালের বাইরে তার সমর্থকরা সমবেত হন এবং পুলিশ তাদের প্রতিহত করে।

বিবিসি জানায়, ৬৯ বছর বয়সী গার্সিয়া ঘুষ এবং অর্থ পাচারের অভিযোগে তদন্তের অধীনে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্রাজিলের একটি নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন।

কিন্তু এই অভিযোগ অস্বীকার করে আসছেন সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মোরান বলেন, বুধবার তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তার বাড়িতে যায়। এসময় তিনি ফোন করার জন্য সময় চান এবং একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এর কিছুক্ষণ পরই ভেতর থেকে গুলির শব্দ পাওয়া যায় এবং পুলিশ দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় চেয়ারে বসা দেখতে পায়।