পাক সামরিক বিমান বিধ্বস্ত, ৫ ক্রুসহ ১৫ জনের মৃত্যু

পাকিস্তানের ইসলামাবাদের রাওয়ালপিন্ডি শহরের একটি আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুসহ ১৫ জন নিহত হয়েছেন।

ফারুক বাট নামের উদ্ধার কর্মকর্তাদের একজন মুখপাত্র বিবিসিকে জানান, নিহতদের মধ্যে ৬ জন ক্রু সদস্য এবং অন্য ১০ জন বেসামরিক লোক। এছাড়া এতে আরও ১২ জন আহত হয়েছেন।

বিমান বিধ্বস্তের ফলে ওই আবাসিক এলাকার কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। তবে বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ২০১০ সালে বেসরকারি এয়ারলাইন্স এয়ারব্লুর একটি বিমান রাজধানী ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ১৫২ জন আরোহীর সবাই প্রাণ হারায়। পাকিস্তানের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।