মন্দিরে কেন যান, রাহুলকে মুসলিম বুদ্ধিজীবীদের প্রশ্ন

লোকসভা নির্বাচনের আগে মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বসে শুধু মন্দির দর্শনে যাওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে।

জবাবে রাহুল আশ্বাস দিয়েছেন, এবার সমাজের সব স্তরের ও সব ধর্মের মানুষের প্রতি সমান গুরুত্ব দেবেন তারা। কংগ্রেসের কোনো নিৰ্দিষ্ট ধর্ম নিয়ে বিশেষ কোনো নীতি নেই বলেও উল্লেখ করেন তিনি।

মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে রাহুলের অনানুষ্ঠানিক এ বৈঠকটি অনুষ্ঠিত হয় তার নিজের বাড়িতেই।

বিরোধী মনে করছেন এ বৈঠক আসলের রাহুলের ‘নয়া স্ট্র্যাটেজি।’ লোকসভা নির্বাচনের আগে এটা কংগ্রেসের কোনো বিশেষ পরিকল্পনা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কোনো রাজ্যের নির্বাচনের আগে সেই রাজ্যের মন্দির পরিদর্শনে যাওয়া নিয়ে ছাড়াও কংগ্রেসের নানা ভুলেরও জবাব দিতে হয়েছে রাহুলকে ওই বৈঠকে।

বুদ্ধিজীবীরা রাহুলকে বলেন, সমাজে সংখ্যালঘুরা কতটা আতঙ্কে রয়েছেন। সেইসঙ্গে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু বা মাওলানা আজাদরা যে শপথ করেছিলেন সেগুলো বজায় রাখার কথাও তারা বলেন রাহুলকে।

প্রাথমিকভাবে রাহুলের এই বৈঠকের কথা কংগ্রেসের দিক থেকে গোপন করা হলেও, বিজেপি আক্রমণ করার পরই প্রেসিডেন্টের সমর্থনে বিবৃতি দেয় কংগ্রেস।

সূত্র : কোলকাতাটুয়েন্টিফোর