হেলমেট ছাড়া পেট্রোল না দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে

মাগুরায় ছাত্র-পুলিশ যৌথভাবে সড়ক নিরাপত্তা প্রচারাভিযান

মাগুরা প্রতিনিধি : মাগুরায় শনিবার দুপুরে সড়ক নিরাপত্তা নিয়ে যানবাহনের চালকদের মাঝে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও ট্রাফিক পুলিশ যৌথভাবে সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়েছে । জেলা ট্রাফিক পুলিশ, মালিক সমিতির প্রতিনিধি, রোভার স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এতে অংশ নেন।

দুপুরে শহরের কলেজ রোড ও ভায়নার মোড়ে হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের গাড়ির চালকদের মাঝে হেলমেট পড়ে গাড়ি চালানো, ফিটনেস, সিটবেল্ট বাধা, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখাসহ সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হয়।

মাগুরার ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান জানান- বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে চালকদের সতর্ক করে দেয়া হচ্ছে। পরবর্তীতে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা করা হবে। অচিরেই দেশের বিভিন্ন জেলার মত মাগুরায়ও প্রতিটি পেট্রোল পাম্বে হেলমেট ছাড়া পেট্রোল না দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও জানান তিনি।