যুক্তরাজ্যে মুসলিম নারীদের ওপর হামলা বেড়েছে

যুক্তরাজ্যে ধর্ম, প্রতিবন্ধী ও জাতিগত বিদ্বেষ বেড়েছে বলে দেশটির সরকারি একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে মুসলিম নারীদের ওপর ধর্মীয় ও যৌন আক্রমণের ঘটনা সবচেয়ে বেশি বেড়েছে।

২০১১ সালের পর থেকে দেশটিতে পাঁচটি বিষয়ে বিদ্বেষ বেড়েছে। সেগুলো হচ্ছে- জাতিগত বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, যৌন হয়রানি, প্রতিবন্ধকতা এবং হিজড়া সম্প্রদায়। খবর আলজাজিরার।

বুধবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, প্রতি বছর এসব অপরাধমূলক কাজের পরিমাণ ২৯ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ ও ২০১৬ সালে এসব বিষয়ে ৬২ হাজর ৫১৯টি অভিযোগ পাওয়া যায়। আর শেষ এক বছরের এর পরিমাণ ৮০ হাজার ৩৯৩টি।

এসব অভিযোগের মধ্যে বেশিরভাগই মুসলিম নারীদের হয়রানি বা তাদের ওপর আক্রমণের ঘটনা।

মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেনের সিনিয়র সদস্য রাগাদ আলতিকরিত বলেন, যুক্তরাজ্যে এখন মুসলিম নারী নিরাপত্তাহীনতা অনুভব করে। পরিসংখ্যানে এটা প্রমাণ হয় যে, মুসলিমদের ওপর আক্রমণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।