সেই পাইলটের গোঁফ ভারতজুড়ে জনপ্রিয়!

পাকিস্তানের কারাগারে ৫৮ ঘণ্টা বন্দি থাকার পর ভারতে ফিরলেন দেশটির বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান। তার দেশে ফেরা নিয়ে উচ্ছাচ্ছিত ভারতের সাধারণ মানুষ।

অভিনন্দন বর্তমান এখন ভারতের হিরো। তিনি ঢুকে পড়েছেন ভারতীয় তরুণদের ফ্যাশনেও। তার গোঁফ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তার গোঁফের মতো করে দেশটিতে গোঁফ কাটছেন অনেকেই।
এছাড়া শাড়ির ফ্যাশনেও দারুণ জনপ্রিয়তা পেয়েছে সার্জিক্যাল স্ট্রাইক ও আর যুদ্ধ যুদ্ধ আবহে ছাপানো শাড়িও। গুজরাটের এক কাপড় ব্যবসায়ী সিল্কের শাড়িতে ফুটিয়ে তুলেছেন ফিরে সেই পাইলটের ছবি।

এর আগে ভারতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল রণবীর সিংয়ের গোঁফ। তার মতো করে অনেকে তরুণকে গোঁফ কাটতে দেখা যায়। সেই সময়ে পুরুষদের পাশাপাশি নারীরাও পিছিয়ে ছিল না। নারীদের দেখা যায় অভির স্টাইলে গোঁফ এঁকে টুইটারে পোস্ট করতে।

তবে, দক্ষিণ ভারতে পুরুষদের মধ্যে এমন গোঁফ নতুন নয়।বিভিন্ন ছবিতে রজনীকান্ত ও চিরঞ্জীবিকেও এমন স্টাইলে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন অভিনন্দন। পাকসেনারা তার সেই বিমান ভূপাতিত করলে প্যারাস্যুটে করে তিনি পাক ভূমিতে নামেন। স্থানীয় জনতার রোষানল থেকে উদ্ধার করে তাকে হেফাজতে নিয়ে যান পাকসেনারা।

দীর্ঘ ৫৮ ঘণ্টা পাক কারাগারে অবস্থানের পর শুক্রবার রাত ৯টা ২১ মিনিটে তাকে ভারতের হাতে সমর্পণ করেন পাকিস্তানি সেনারা।