সৌদি-ইসরাইল রেললাইন নির্মাণের পরিকল্পনা

সৌদি আরব কর্তৃক ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও দুই দেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা করছে ইসরাইল। ইসরাইল সরকার ইতিমধ্যে এ বিষয়ে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিয়েথ আহরেনথের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিডলইস্ট মনিটর।

তবে সম্প্রতি এ পরিকল্পনার কথা প্রকাশ হলেও প্রায় তিন বছর আগে এটি চূড়ান্ত করে ইসরাইল। দেশটির ২০১৯ সালের বার্ষিক বাজেটে এ জন্য অর্থ বরাদ্দ করা হবে। রেল যোগাযোগ স্থাপনের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার।

ইসরাইলের পরিকল্পনায় এ রেললাইন দেশটির বিশান শহর থেকে জর্ডান ও ইরাকের মধ্য দিয়ে সৌদি আরবে পৌঁছবে। পরিকল্পনা অনুযায়ী এ রেললাইন নির্মাণ করা হলে আপাতত যাত্রী ও পণ্যবহন করা হবে।

খবর বলা হয়েছে, ইসরাইলের যোগাযোগমন্ত্রী ইসরাইল কাটজ এ রেল সংযোগকে ‘পিস লাইন’ বা শান্তির সংযোগ বলে উল্লেখ করেছেন। এ সময় তিনি নতুন রেললাইনের মাধ্যমে উপসাগরীয় দেশের সঙ্গে বাণিজ্য সংযোগ স্থাপন হবে বলে মন্তব্য করেন। রেললাইন স্থাপনের জন্য ইসরাইলে রেল বিভাগ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে বলেও তিনি জানান।