হঠাৎ কেন চীন সফরে পুতিন?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে চীন গেছেন। শুক্রবার তিনি রাশিয়া থেকে চীনে পৌঁছান। প্রায় এক বছরের মধ্যে এটি দিয়ে তৃতীয়বার চীন সফর করছেন পুতিন। খবর সিএনএনের।

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রবিরোধী বলয়ে রাশিয়া ও চীনের প্রভাব শীর্ষে। এছাড়া দেশ দুটি নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য দীর্ঘদিন নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে কারণে পুতিনের এ সফর বেশ গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে চীন সফর করেছিলেন পুতিন। এবারে তার সফর তিন দিনের। সফরকালে তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেবেন।