হঠাৎ বৈঠকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা!

পূর্ব ঘোষণা ছাড়াই উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা হঠাৎ করেই বৈঠকে বসে চমক দেখিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার জানায়, কোরিয়ার দুটি অংশের শীর্ষ নেতারা দু’দেশের সীমান্ত অঞ্চলে বৈঠকে মিলিত হন। এসময় সীমান্ত অঞ্চলটিতে কোনো সেনা সমাবেশ ছিল না।

বৈঠকে উত্তর কোরিয়া নেতা কিম জং উন এবং দক্ষিণের মুন জোয়ে ইনের সঙ্গে কি কথা হয়েছে তা জানা যায়নি। তবে এই নিয়ে তারা দ্বিতীয়বারের মতো সাক্ষাত করলেন।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে ভেস্তে যাওয়া বৈঠককে আবারও বাস্তব রূপ দিতে কিমের সঙ্গে আলোচনা করেন মুন। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আসন্ন বৈঠক বাতিলের ঘোষণা দেন।

অবশ্য পর মুহূর্তেই সিদ্ধান্ত পাল্টে টুইট করেন ট্রাম্প। আগামী ১২ জুন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বৈঠক হওয়ার কথা।

এদিকে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, শনিবারের দু’নেতার ঐতিহাসিক বৈঠকটি উত্তরের সীমান্ত অঞ্চলীয় পানমুনজোম গ্রামে অনুষ্ঠিত হয়।