বান্দরবানের আলীকদমে ছাত্রলীগের উদ্যোগে ৭ মার্চের ভাষণ সম্বলিত লিফলেট বিতরণ
বান্দরবান পার্বত্য জেলাধীন আলীকদম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৭ এ মার্চের কর্মসূচি হিসেবে আলীকদম উপজেলার প্রত্যকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের বঙ্গবন্ধুর ৭ এ মার্চের ভাষন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এর আগে সকাল ০৮ ঘটিকার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, আলীকদম উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সকাল ১০ ঘটিকায় এ বেতিক্রমি উদ্যোগ নেন আলীকদম উপজেলা ছাত্রলীগ।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু দুংড়ি মং মার্মা, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাছির উদ্দীন বিএ, বান্দরবান পার্বত্য জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তফা জামান রাসেদ, আলীকদম উপজেলা ছাত্রলীগের সভাপতি, জাবেদ হোসেন রুবেল ও সম্পাদক শফিকুল ইসলাম সহ আলীকদম উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আলীকদম উপজেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন রুবেল বলেন, আমরা উদ্যোগ নিয়েছি কারণ যারা ছাত্র ছাত্রী আছেন তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের জন্য কি করেছেন, ৭ এ মার্চের ভাষনে বঙ্গবন্ধু কি বলেছেন তা ছাত্র ছাত্রীদের জানানোর জন্য ৭ এ মার্চের ভাষনসহ লিফলেট আকারে বিতরণ করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন