বিনার মহাপরিচালক গাজীপুরের আঞ্চলিক গবেষনা কেন্দ্র পরিদর্শন
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিঞ্জানী ড. মোঃ আবুল কালাম আজাদ গত ৯ সেপ্টেম্বর সোমবার গাজীপুরস্থ বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছেন।
পরিদর্শন কালে তাঁর সফরসঙ্গী ছিলেন বিনার উর্ধতন বৈঞ্জানিক কর্মকর্তা ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, ড.রেজা মোহাম্মদ ইমন ও ড. মোঃ হাসানুজ্জামান।মহাপরিচালক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুতকৃত আমন ধানের আদর্শ বীজতলা, গবেষণা মাঠে উৎপাদিত বীজ উৎপাদন প্লটসমূহ, স্থাপিত পরীক্ষণ, ইরাডিয়েশন সেন্টার স্থাপনের জমি এবং নির্মিতব্য প্রধান ফটক পরিদর্শন করেন।তিনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন