মাগুরায় ড্রিম মাশরুম কালচার সেন্টারের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামে রবিবার দুপুরে ড্রিম মাশরুম কালচার সেন্টার নামে একটি মাশরুম সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান।
মাশরুম চাষি বাবুল আখতারের ড্রিম মাশরুম কালচার সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনিবুর রহমান, জাতীয় মাশরুম ইনস্টিটিউটের উপ-পরিচালক নিারোধ চন্দ্র সরকার, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, প্রফেসর আব্দুল লতিফ, অধ্যক্ষ শওকত আলী, বাংলাদেশ মাশরুম উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ফারজানা ববি ও ড্রিম মাশরুম কালচার সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক বাবুল আখতার।
বক্তারা প্রতিবন্ধী যুবক বাবুল আখতারের সাফল্যকে প্রশংসা করে সরকারি ভাবে তাকে সার্বিক সহযোগিতার দাবী জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন