মাগুরায় সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি’র আয়োজনে মাগুরা জেলায় কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ রবিবার শেষ হয়েছে।
মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে ৩ দিনের এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে সমাপনী বক্তব্য প্রদান ও সনদ বিতণ করেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর।
উপস্থিত ছিলেন বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ, পিআইবির প্রশিক্ষক মোহম্মদ শাহ আলম সৈকত,খান শরাফত হোসেন, সাইদুর রহমান, রূপক আইচসহ অন্যরা।
৩ দিনের এ প্রশিক্ষণে সাংবাদিকদের বিভিন্ন অনুসন্ধানমূলক রিপোর্টিং সম্পর্কে ধারনা, পর্যবেক্ষন ও রিপোর্ট এর বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষন দেওয়া হয়।
মাগুরা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
শুক্রবার এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর। প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন